ঢাকা বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

বসুন্ধরা টিস্যুর নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”


নিউজ ডেস্ক
৬:১৭ - বুধবার, মে ৭, ২০২৫
বসুন্ধরা টিস্যুর নতুন পণ্য “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”

বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু , তাদের নতুন সংযোজন “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু” এর উদ্বোধনী অনুষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের (BIHQ) লেভেল-৫ এর ট্রেনিং হলে আয়োজিত হয়।

নতুন এই পণ্যটি তিনটি স্তরে (৩-প্লাই) তৈরি, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণক্ষমতা নিশ্চিত করে। এটি আধুনিক জীবনের চাহিদা অনুযায়ী প্রিমিয়াম মানের স্বাস্থ্য সুরক্ষা পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (CSO) মোহাম্মদ মাসুদুর রহমান , জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) ইমরানুল কবিরসহ বসুন্ধরা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, “বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই” টিস্যু বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে গুণগত মান ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।