নশ্বর বিশ্বমন্ডল, অবিনশ্বর ঈশ্বর
তন্দ্রাহীন অমৃত অক্ষয় নিশ্চয়
অসীম এক নির্মল রহস্যময়
তুমি জ্ঞানী প্রঙ্গাময় শক্তিধর ঈশ্বর।
শৈল্পিক নির্ভুল স্রষ্টা, পরম ঈশ্বর
তুমি অসীম দয়ালু বন্ধু একেশ্বর।
উপাসনার একচ্ছত্রাধিপত্য মহা উপাস্য
তোমার কদম চুম্বে লুফেনেয় অমৃতস্বাদ।
পরম ঈশ্বর তুমি গাহিয়াছ সাম্যের গান
হে ঈশ্বর তোমার কাছে পাই শান্তির আহ্বান।