ঢাকা রবিবার, মে ৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরো ২৫ জনের কৃত্রিম পা সংযোজন


নিউজ ডেস্ক
১২:১২ - রবিবার, মে ৪, ২০২৫
‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরো ২৫ জনের কৃত্রিম পা সংযোজন

দীর্ঘদিন লাঠি, ক্রাচ, কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন বিভিন্নভাবে পা হারানো অসহায় ২৫ ব্যক্তি। বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’।

স্বপ্ন নিয়ের উদ্যোগে গত ২১ এপ্রিল , ২০২৫ রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে ২৫ জনের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম শুরু হয়। পা সংযোজন ও এগারো দিন প্রশিক্ষণ শেষে আজ রবিবার( ০৪ মে, ২০২৫) তাদের কৃত্রিম পা দেওয়া হয়।


সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে'র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, , ইজি লাইফ ফর বাংলাদেশ-এর পরিচালক মো. মনিরুল ইসলাম, স্বপ্ন নিয়ে'র পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, পরিচালক (পরিকল্পনা) আরাফাত হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন, সদস্য সাকিব হাসান, সুজন মোল্লা প্রমুখ।


কৃত্রিম পা লাগানো প্রসঙ্গে স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, ‘আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সবার সহযোগিতায় আজসহ মোট ১৫২ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি।’


তিনি বলেন, ‘আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এ সব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ। পক্ষাঘাতগ্রস্ত অসহায় ও গরিব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই স্বপ্ন নিয়ে এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’