রাজধানীর শাহবাগে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ জুলাই) দুপুরে শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচাও করেন। আজ দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার সময় ৩-৪ জন রিকশার গতিরোধ করে, অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে মেরে ফেলার হুমকি দেয়।’
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায়। তিনি বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না, আমরা ম্যানুয়ালি তদন্ত করছি। কাজ শুরু করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মানিক মিয়াকে সম্ভবত মতিঝিল এলাকা থেকে অনুসরণ করা হচ্ছিল। তিনি ডলার ভাঙিয়ে নগদ টাকা নিয়ে ফিরছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’