ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পূর্ণমিলনী


হারুন অর রশিদ রাজিব
৫:৪৯ - শনিবার, মে ৭, ২০২২
নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পূর্ণমিলনী

নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূইয়া স্কুল এ্যান্ড কলেজের ২০০৩-২০০৪ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কলেজের এডহক কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লা মুনীরের সঞ্চালনায় স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও পূর্ণমিলনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, আই.সি.টি বিভাগের উপ - সচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া । অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন,সরকারি হাজী মোঃ মহসিন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার , আব্দুল মালেক মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুল আওয়াল , ফেণী জেলা অতিরিক্ত প্রশাসক মাসুদুর রহমান, নিউরো মেডিসিন বিভাগের ডাঃ রনজিৎ ঘোষ, আব্দুল মালেক মেডিকেল কলেজের প্রভাষজ ডাঃ ইমাম হোসেন প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন, বর্তমান অধ্যক্ষ মোফাজ্জল হোসাইন, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ প্রাক্তন প্রধান শিক্ষক এ্যাড. শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা শিক্ষক মনিরুজ্জামান চৌধুরী।