ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ফরিদপুরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন


নিউজ ডেস্ক
১৬:৪৮ - মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
ফরিদপুরের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে দুই নির্মাণশ্রমিক হত্যার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বিএনপি। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ করার সময় সহোদর দুজন শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল ও ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্দিরে অগ্নিসংযোগ ও দুই সহোদর ভাইকে হত্যার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য দলের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়।