ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নাম পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানি হলো এনার্জিপ্যাক


নিউজ ডেস্ক
৩:৫০ - শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
নাম পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানি হলো এনার্জিপ্যাক

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সম্প্রতি এর নাম পরিবর্তন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি করেছে।

এনার্জিপ্যাক বাংলাদেশের শীর্ষস্থানীয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর মধ্যে একটি। সর্বোচ্চ মানের এন্ড-টু-এন্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন দিতে কাজ করে যাচ্ছে এই কোম্পানি।

নাম পরিবর্তন কোম্পানি আইন, ১৯৯৪ (২০২০ সালের ২৬ নভেম্বর সংশোধিত আইন) এর ১১-কএ ধারা অনুযায়ী করা হয়েছে। গত ১৪ জুন অনুষ্ঠিত কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের (প্রতিষ্ঠানের

অংশীজন) সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্টেকহোল্ডার সহ এনার্জিপ্যাকের সাথে সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে পরিবর্তিত নাম ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে এনার্জিপ্যাক।