তিতুমীর কলেজ প্রতিনিধি:: সারাদেশে সংঘটিত নৃশংস ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রতিবাদ মিছিল বের করে।
প্রতিবাদ মিছিলটি কলেজের শহীদ মামুন চত্বর থেকে শুরু হয়ে মূল ফটকের সামনে দিয়ে টিবি গেট ঘুরে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীরা "উই ওয়ান্ট জাস্টিস", "সারা বাংলায় খবর দে, ধর্ষকের ফাঁসি দে", "আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই"—এমন নানা স্লোগান দিতে থাকেন। তারা সুষ্ঠু বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া সিনথিয়া সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, দেশে একের পর এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে শিশু আছিয়ার মতো নিষ্পাপরাও রেহাই পাচ্ছে না। অথচ আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাচ্ছি না। দেশে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত নির্ধারিত থাকলেও তা কার্যকর হচ্ছে না। আজকের আইনব্যবস্থা দেখে নারী হিসেবে লজ্জিত বোধ করি। আমরা যাদের ক্ষমতায় এনেছি, তাদের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাদের দিয়ে কী লাভ?" তিনি দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
আরেক শিক্ষার্থী, সাখাওয়াত বলেন, জুলাই আন্দোলনে যারা আমাদের পাশে ছিলেন, আজ আমরা তাদের নিরাপত্তা দিতে পারছি না। আমাদের দাবি, ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি—অনতিবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন।