ঢাকা সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার আসামি বোমা মুন্না গ্রেপ্তার


নিউজ ডেস্ক
৬:০৭ - বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার আসামি বোমা মুন্না গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চাঞ্চল্যকর রাজ হত্যা মামলার পলাতক আসামি এবং চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্নাকে (৩২) জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি জানান, আজ সকালে বোমা মুন্নাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ নভেম্বর মাদক বিক্রয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের এক পর্যায়ে আশেপাশের রাস্তায় চলাচলরত ভিকটিম রাজসহ আরো ১০-১২ জন মানুষ গুরুতর আহত হন। স্থানীয় জনগণ রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাজের বোন বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে।