ঢাকা সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

গাজীপুরে সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় ইস্কান্দার মির্জা শামীম


নিউজ ডেস্ক
১৭:৪৫ - বুধবার, মে ২৪, ২০২৩
গাজীপুরে সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় ইস্কান্দার মির্জা শামীম

দেশের বৃহত্তম সিটি গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। এ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান। 

আজমত উল্লাহ খাঁন প্রচারণায় গতকাল বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষের কাছে ভোট চান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য , সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম। এসময় তিনি সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতে গাজীপুরে আওয়ামী লীগের মননীত প্রার্থী আজমত উল্লাহ খানকে ভোট প্রদান ও বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।  এসময় সঙ্গে ছিলেন গাজীপুর ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনিরুজ্জামান মুনির উপস্থিত ছিলেন।