রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গলায় ফাঁস দিয়ে মো. আকাশ সরদার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, এদিন অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. রাশেদ সরদার বলেন, আমার ভাই মোবাইল সার্ভিসিং এর কাজ করতো। এক বছর আগে আমার ভাই বিয়ে করেন। বিয়ের একমাস পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। সে ঝিগাতলার মিতালী রোড অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি বাসায় সাবলেট থাকত। দুপুরে দিকে রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমার ভাইয়ের স্ত্রী গ্রামের বাড়িতেই থাকতো। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সবসময় ঝগড়া লেগে থাকতো।
আকাশ সরদার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার বাবার নাম রহমত সরদার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।