ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

হজের জন্য রশিদকে ছুটি দিলো ইংল্যান্ড


নিউজ ডেস্ক
৩:৪১ - শুক্রবার, জুন ২৪, ২০২২
হজের জন্য রশিদকে ছুটি দিলো ইংল্যান্ড

পবিত্র হজের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৭ থেকে ১২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ। সেই হজ পালন করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আর নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের কাছে ছুটি চেয়েছিলেন আদিল রশিদ। দুই পক্ষই তার ছুটি মঞ্জুর করেছে। যার ফলে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দেখা যাবে না তাকে। 

আদিল রশিদ চলতি বছরের শুরুর দিকে হজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার ছুটি পেয়ে যাওয়ায় তার আর হজ করতে কোনো বাধা রইল না। শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করবেন। ধারণা করা হচ্ছে তিনি ফিরবেন মধ্য জুলাইতে, এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংলিশরা। সেই সিরিজেই তাকে আবারও মাঠে পাবে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রাপ্তবয়স্ক ও শারিরিক-আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার হলেও হজ পালন করতে হয়। রশিদ ক্রিকইনফোকে জানান, ‘বেশ কিছু দিন ধরেই আমি হজ পালনের কথা ভাবছিলাম। কিন্তু সময়ের কারণে কাজটা কঠিন হয়ে পড়ছিল। চলতি বছর আমার মনে হয়, এটা আমার করতেই হবে। আমি ইসিবি আর ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলি, তারা এ বিষয়টা বুঝতে পারেন ও আমাকে উৎসাহ প্রদান করেন। বলেন, ‘হ্যাঁ, যেটা তোমার করতেই হবে, সেটা করো; এরপর যখন সম্ভব হয়, ফিরে এসো।’ আমি ও আমার স্ত্রী সেখানে যাচ্ছি আর আমরা সেখানে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকব।’

‘এটা বিশাল এক মুহূর্ত। সবার বিশ্বাসেই ভিন্ন ভিন্ন কিছু বিষয় রয়েছে, কিন্তু ইসলামে ও একজন মুসলিম হিসেবে এটা সবচেয়ে বড় কাজগুলোর একটি। আমার বিশ্বাস ও আমার জন্য এটা বিরাট এক বিষয়। আমি জানি, এটা আমার করতেই হতো, যেহেতু আমি তরুণ, শক্তিশালী ও স্বাস্থ্যবান। এটা এমন কিছু যার জন্য আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’