ঢাকা বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড


নিউজ ডেস্ক
১০:৫৮ - মঙ্গলবার, মে ১৭, ২০২২
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. মোস্তফা কামাল। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের নিহত মনিরুল হকের স্ত্রী মোছা. মুক্তি খাতুন ও তার পরকীয়া প্রেমিক প্রতিবেশী সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন। মামলার বরাত দিয়ে আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, বিয়ের মাত্র দুই মাস পর ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার স্বামীকে নিতে তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে যান। রাতের খাওয়া শেষে মুক্তি ও তার স্বামী মনিরুল ওই বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান এবং ঘরের দরজা খোলা রেখে দেন। এরপর পূর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির প্রেমিক সাইদুল ইসলাম ওই ঘরে ঢোকেন। দুইজন মিলে মনিরুল হককে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন। পুলিশের আদালত পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, আসামিদের উপস্থিতিতেই আদালত রায় দিয়েছেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।