ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

পাকস্থলীতে সাড়ে চার হাজার ইয়াবা বহনের সময় আটক ১


নিউজ ডেস্ক
৯:০৫ - সোমবার, মে ১৬, ২০২২
পাকস্থলীতে সাড়ে চার হাজার ইয়াবা বহনের সময় আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান পরিচালনা করে পাকস্থলীতে সাড়ে চার হাজার ইয়াবা বহনের সময় একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তির নাম মাসুদ খান (৩৯)। তার বাড়ি চাঁদপুর জেলায়। বাবার নাম রুহুল আমিন খান।

গোপন তথ্যের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে রোববার (১৫ মে) রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে আটক ওই ইয়াবা কারবারিকে প্রথমে আমরা যাত্রী মনে করেছিলাম। সমসাময়িক সব ফ্লাইটের বোর্ডিং পাস ও টিকিট চেক করে নিশ্চিত হতে পারি তিনি কোনো ফ্লাইটের যাত্রী নন। 

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, একজনের কাছে তার মোবাইল নাম্বার দেওয়া। বিমানবন্দরের সামনে জনৈক ব্যক্তি ফোন করে যোগাযোগ করে ইয়াবা চালান দেওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি স্বীকার করেছেন তার পাকস্থলীতে ইয়াবা আছে। পরে প্রাকৃতিক কাজের মাধ্যমে তিনি ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করে দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান জিয়াউল হক।