ঢাকা বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

Popular bangla online news portal

Rupalibank

চট্টগ্রামে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা


নিউজ ডেস্ক
১৬:৩৬ - সোমবার, জুন ১৬, ২০২৫
চট্টগ্রামে হামলা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় একটি সুপারশপে হামলা, লুটপাট এবং প্রতিষ্ঠানটির মালিককে মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নুর মোহাম্মদ শাহেদ (২২) মামলাটি করেছেন। এতে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা রয়েছে।


আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


বিবাদীরা হলেন- মোহাম্মদ রাসেল সরকার (৩৩), কাজী মঞ্জুরুল করিম (৩৫), নার্গিস আক্তার নীলা (৪০), মোহাম্মদ সাব্বির হোসেন (৩৭), মোহাম্মদ রিয়াদ (৩৫), শাকিল (৩২), লুৎফুর আমিন (৩৫), বজলুর রহমান (৪৫), জাহেদুল ইসলাম শাহিন (২০), শাহাদাত হোসেন (২০), ইয়াছিন আহম্মদ ফাহিম (২৫), রাশেদা বেগম (৫০), জাহেদা আক্তার সাথী (২৮), ফাতেমা আক্তার (১৯), উর্মি আক্তার (২২), সাজ্জাদ হোসেন (৩২), শিবলু (৩০), রিপন (২২), সাজ্জাদ (২২), মাহমুদ (২২), তাহসিন (২৬), মো. হান্নান (৪৫) ও রুবেল নাথ (৩২)।


মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জুন দুপুর ২টা থেকে শুরু হয়ে ৫ জুন রাত ১০টা পর্যন্ত একটানা শাহেদকে তার অফিসে আটকে রেখে মারধর করা হয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে তার অফিস, পণ্য ও ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়, যার ক্ষতির পরিমাণ আনুমানিক তিন কোটি টাকারও বেশি। হামলাকারীরা শাহেদের মোবাইল ফোন, নগদ অর্থ, ব্যাংক কার্ড এবং ব্যবসার গুরুত্বপূর্ণ দলিলপত্র জোরপূর্বক নিয়ে নেয় এবং ব্যাংক লেনদেন করে অর্থ স্থানান্তর করে। এ সময় তাকে জোর করে চেকবই, ব্যবসায়িক স্ট্যাম্প ও প্যাডে সই করানো হয়। মারধরের সময় ফেসবুক লাইভে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা হয়।


মামলায় শাহেদ দাবি করেন, তিনি ৯৯৯-এ ফোন করলেও হালিশহর থানা পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা নেয়নি। ঘটনার পর শাহেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় হালিশহর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণে অনীহা প্রকাশ করে। পরে তিনি আদালতের দ্বারস্থ হন।


মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মনছুর সিকদার (সোহেল) বলেন, থানায় মামলা না নেওয়ায় আমার মক্কেল আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।