ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

টিটিই শফিকুল ইসলামের বরখাস্তাদেশ প্রত্যাহার


নিউজ ডেস্ক
৬:৪৮ - রবিবার, মে ৮, ২০২২
টিটিই শফিকুল ইসলামের বরখাস্তাদেশ প্রত্যাহার

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানার দায়ে বরখাস্ত টিটিই শফিকুল ইসলামের বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার দুপুরে রাজধানীর রেল ভবনে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, এ ঘটনায় পাকশীর ডিসিও নাসির উদ্দিনকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

এর আগে শনিবার (৭ মে) রেলমন্ত্রী বলেন, বিনা টিকিটের ওই যাত্রীদের সঙ্গে টিকিট কর্মকর্তা বাজে ব্যবহার করেছেন, যে কারণে তাকে শাস্তি দেয়া হয়েছে। ওই যাত্রী মন্ত্রীর আত্মীয় নন বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে (৫ মে) পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী তিন যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন। পরে ওই তিন যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।