ঢাকা শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

তিতুমীর কলেজে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন


নিউজ ডেস্ক
১৩:১৯ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
তিতুমীর কলেজে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

তিতুমীর কলেজ প্রতিনিধি:: দেশজুড়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা, মন্দির - মাজারসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা হামলা-ভাঙচুরসহ মব জাস্টিসের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলেজের শহীদ মামুন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ সমন্বয়ক নিরব হাসান সুজন বলেন, ঢাবিতে গতকাল চোর সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে তা নতুন বাংলাদেশে কোনভাবেই কাম্য নয়। কেউ অপরাধ করে থাকলে তাকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। কোনভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না। 

তিনি আরো বলেন, মব জাস্টিসের মাধ্যমে যে বিচারবহির্ভূত হত্যা সংগঠিত হচ্ছে সেগুলো থামাতে হবে এবং এর সাথে জড়িত প্রত্যেক ব্যাক্তিকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের চিহ্নিত করে বিচার মুখোমুখি না করা গেলে ২৪'শের গণঅদ্ভুত্থানের যে আকাঙ্ক্ষা ছিলো তা ব্যাহত হবে।