ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ঈদুল ফিতর উদযাপন করছেন শরীয়তপুরের ৩০ গ্রামের মানুষ


নিউজ ডেস্ক
৫:০৯ - সোমবার, মে ২, ২০২২
ঈদুল ফিতর উদযাপন করছেন শরীয়তপুরের ৩০ গ্রামের মানুষ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন শরীয়তপুরের ৩০ গ্রামের মানুষ। এরা সবাই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের অনুসারী। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেন।

সোমবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দরবার শরীফের গদিনশীন পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরীর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী নামাজে ইমামতি করেন। নামাজ শেষ করা হয় বিশেষ দোয়া মোনাজাত।

ঈদের নামাজ শেষে পীর ছৈয়দ শাহ নুরে কামালের নুরীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমরা আরবি তারিখ ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। গতকাল আমাদের ৩০টি রোজা সম্পন্ন হয়েছে।

dhaka post

তিনি আরও বলেন, আজ সকাল ১০টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা আজ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষ বিশ্ব উম্মাহর জন্য দোয়া করা হয়।

জানা গেছে, দরবার শরীফের অনুসারীরা প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন।