ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

মাভাবিপ্রবিতে আসন‌ সংখ্যা বৃদ্ধি পেল ৩০ টি


নিউজ ডেস্ক
১৬:৩৯ - শনিবার, এপ্রিল ২০, ২০২৪
মাভাবিপ্রবিতে আসন‌ সংখ্যা বৃদ্ধি পেল ৩০ টি

মাভাবিপ্রবি প্রতিনিধি:: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ টি অনুষদ এবং ১৭ বিভাগের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বারের মতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সর্বমোট আসন ৮৭৫ টি ।যেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে সর্বমোট আসন;৮৪৫ টি। ২০২১-২২ মোট আসন সংখ্যা ছিল ৮২০ টি। 



শুক্রবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫ , ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে‌ ৫৫ টি ,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি ,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ টি। লাইফ সায়েন্স অনুষদের অধীনে , এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৫৫ টি, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে ৬০ টি, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে‌ ৫৫ টি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ৩৫ টি, ফার্মেসি বিভাগে ৩৫ টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ টি। সোস্যাল সায়েন্স অনুষদের অধীনে, অর্থনীতি বিভাগে ৬৫ টি। বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে , একাউন্টিং বিভাগে ৫০ টি,ম্যানেজম্যান্ট বিভাগে ৫০ টি । সায়েন্স অনুষদের অধীনে, রসায়ন বিভাগে‌ ৫৫ টি , পদার্থ বিজ্ঞান বিভাগে ৫৫ টি, গণিত বিভাগে‌ ৬০ টি ও পরিসংখ্যান বিভাগে ৬০ টি আসন রয়েছে ।


এছাড়া মুক্তিযোদ্ধা কোটায়- ৪৫টি,উপজাতি কোটায়- ৩২টি,পোষ্য কোটায়- ৩২টি,বিকেএসপি কোটায়-০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নিবে বিশ্ববিদ্যালয়টি।