ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

রাকিব হোসাইন'র কবিতা তিতুমীরের বাঁশের কেল্লা


নিউজ ডেস্ক
১২:৩০ - রবিবার, নভেম্বর ১৯, ২০২৩
রাকিব হোসাইন'র কবিতা তিতুমীরের বাঁশের কেল্লা

তিতুমীরের বাঁশের কেল্লায়

আবার বাজা মুক্তি বীণ,

বারুদ কামানের সামনে দাড়া

উঁচু করে নাঙ্গা শির ।


এগিয়ে চল সত্য লয়ে

এক করেদে আকাশ পাতাল,

গুড়িয়েদে পিশাচ চামার

জাত জাতি আজ ভেধ করে চল।


আকাশ যেদিন আড়াল হবে

সত্য যেদিন ঢেকে যাবে,

তুই উঠবি সেদিন সিংহ সাজে

ধরার বুকে বিপ্লবী এক ত্রাস। 


কে ডাকে তোরে পেছন পানে 

মিথ্যের দেবতা,

বক্ষে তাহার চালা ছুরি

মুখে লয়ে আল্লাহু আঁকবার। 


জীবন দেব সত্যের তরে

মিথ্যে যতোই আসুক তেড়ে, 

যাক চলে যাক জীবন আমার

সত্য ন্যায়ের পথে।


জাত জাতি আজ সব ভুলেযা

সবার উপরে মানুষ মোরা, 

ধর্ম যেন না পড়ায় তোদের

জাতের কালো শিকল।


মম শির উঁচু করে 

পাহার পর্বত সব ছাড়িয়ে,

আকাশ বাতাস ভেদ করিয়ে

সত্যের নিশান দে উড়িয়ে।


ওরে নবীন ওরে জোয়ান 

বাঁশের কেল্লায় উড়া নিশান

রক্ত সিন্ধু ত্যাগ হলেও 

শির তুলে আজ দাঁড়া।।


সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী