ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

ভারতীয় টিমের অনুশীলনের জার্সির রং গেরুয়া কেন, প্রশ্ন মমতার


নিউজ ডেস্ক
৪:২৯ - শনিবার, নভেম্বর ১৮, ২০২৩
ভারতীয় টিমের অনুশীলনের জার্সির রং গেরুয়া কেন, প্রশ্ন মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সবকিছু গেরুয়া করে দেওয়ার রাজনীতি চলছে। ক্রিকেটেও গেরুয়াকরণের চেষ্টা চলছে। ভারতীয় টিমের অনুশীলনের জার্সির রং কেন গেরুয়া?

গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের জার্সির রং নিয়ে বিজেপিকে উদ্দেশ করে এ প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

এর আগেও একাধিকবার গেরুয়া রঙের বিষয়ে বিজেপির বিরুদ্ধে সমালোচনা শোনা গিয়েছিল মমতার মুখে। এক বৈঠক থেকে বলেছিলেন, গেরুয়া একটি পবিত্র রং। ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীককে যদি ওরা অত্যাচারের প্রতীক হিসেবে ব্যবহার করে তাহলে মানুষ মেনে নেবে না। 

পেট্রোল পাম্পের কিছু কর্মীর পোশাকের রং গেরুয়া করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গেরুয়াকরণ করার পেছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রীর।

উল্লেখ্য, হিন্দুধর্মে গেরুয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রং কেননা এটি ভাগ্যের প্রতীকী হিসেবে তাদের কাছে বিবেচিত হয়। যার ফলে ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পরে তাদের জাতীয় পতাকার তিনটি রংয়ের একটি হিসেবে গেরুয়া নির্বাচিত হয়। ভারতের জাতীয় পতাকায় গেরুয়া রং ত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।