ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

এখনো ছুটি হয়নি ১২৯৪টি কল-কারখানায়


নিউজ ডেস্ক
৬:০৯ - শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩
এখনো ছুটি হয়নি ১২৯৪টি কল-কারখানায়

দেশে বর্তমানে ৯ হাজার ৬১৬টি কল-কারখানা রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে শুক্রবার (২১ এপ্রিল) থেকে সবকটি প্রতিষ্ঠানের শ্রমিকদের ঈদের ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো ১ হাজার ২৯৪টি কল-কারখানায় শ্রমিকদের ঈদের ছুটি হয়নি। 

বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্পাঞ্চল পুলিশের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দেশের মোট ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে ৮ হাজার ৩২২টি কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে ৪ হাজার ৬১০টি কারখানায়। এর আগের দুদিন ছুটি দিয়েছিল ৩ হাজার ৬৬৬টি কারখানার শ্রমিকদের। কল-কারখানার মধ্যে তৈরি পোশাক, নিটওয়্যার ও অন্যান্য খাতের কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি।

শিল্প পুলিশ বলছে, কাজের প্রচণ্ড চাপ থাকায় এ বছর ৭৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়নি। তবে পরে ওই সব কারখানার শ্রমিকরা ঈদের ছুটি কাটাতে পারবেন।

সূত্র জানায়, দেশের আটটি শিল্পাঞ্চলের মধ্যে এক নম্বর অঞ্চল আশুলিয়ায় এক হাজার ৭৯২টি কারখানার মধ্যে ১ হাজার ৬৫৪টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। দুই নম্বর অঞ্চল গাজীপুরে ২ হাজার ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৯১৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।

একইভাবে তিন নম্বর অঞ্চল চট্টগ্রামে এক হাজার ৪৮০টি কারখানার মধ্যে ১ হাজার ৪৫৯টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে ২ হাজার ২০৭টির মধ্যে ১ হাজার ৯৭২টি, ময়মনসিংহে ২২৮টি, খুলনায় ৪১০টি ও সিলেটের ৬৮০টি কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে।