ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

জামিন মেলেনি জামায়াত আমির শফিকুর রহমানের


নিউজ ডেস্ক
১২:০১ - মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩
জামিন মেলেনি জামায়াত আমির শফিকুর রহমানের

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডা. মো. শফিকুর রহমানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। অন্যদিকে তার জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে। উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত। 

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন কয়েক দফা নামঞ্জুর হয়।

এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

গত বছরের ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তার ছেলের (সাদিক সাইফুল্লাহ) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়।

বছর তিনেক আগে জামায়াতের আমির হিসেবে শপথ নেন শফিকুর রহমান। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য আবারও দলটির আমির নির্বাচিত হন তিনি। 

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্র শিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।