ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

রাজধানীতে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথেন জব্দ


নিউজ ডেস্ক
১২:২১ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
রাজধানীতে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথেন জব্দ



রাজধানীর কামারপাড়া ও শাহআলী মার্কেটে অভিযান চালিয়ে আনুমানিক ৩০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পুলিশ। এই সময় তাদের ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের তুরাগ থানার কামারপাড়া কাঁচা বাজারে উক্ত নিষিদ্ধ পলি ব্যবহার বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন'র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১২০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও শাহআলী থানার অন্তর্গত শাহ আলী মার্কেটের সোহেল মিয়ার দোকান থেকে ৫০০ কেজি পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা ও একই মার্কেটের মোক্তার হোসেনের দোকান থেকে ২০০ কেজি পলিথিন ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যান্যদের মধ্যে জিসানের দোকান থেকে ১৫০ কেজি পলি ও ৩ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বেশকিছু দোকানে অভিযান চালিয়ে মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্বপ্রকার শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ।