ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, যুবদল কর্মী নিহত


নিউজ ডেস্ক
৭:২৭ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। জানা যায়, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ থেকেই সংঘর্ষ বাধে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই সংঘর্ষ চলছে।

শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। অপরদিকে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই সংঘর্ষে শাওন (২০) নামে একজন নিহত হয়েছেন। শাওন ফতুল্লা থানা যুবদলের রাজনীতি করতেন। তার বাবার নাম শাহেদ আলী। নারায়ণগঞ্জ সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে।