ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

মঞ্চ ও ষ্টুডিওতে সমান তালে চলছেন চপল আহামেদ


নিউজ ডেস্ক
১৫:০৩ - বুধবার, আগস্ট ৩১, ২০২২
মঞ্চ ও ষ্টুডিওতে সমান তালে চলছেন চপল আহামেদ

চপল আহামেদ। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রশ্ন আসতেই পারে কি করেন চপল আহামেদ? চপল জানান তিনি হাসি কান্নার কথা বলেন। এটিই তার কাজ। এ কাজটি তিনি করেন গীটারের তারে। শ্রোতাকে কখনো হাসান, কখনো কাঁদান। গানের সুরকে করে তোলেন আবেগময়।

চাঁদপুরে জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকার অদুরেই সাভার উপজেলায়। শহুরে আধুনিক জীবনযাপনে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি আকর্ষণ জন্মে মনে। সঙ্গীতের প্রতি আকর্ষণ থেকেই জনপ্রিয় বাদ্যযন্ত্র গীটার হাতে তুলে নিয়েছেন চপল। শিখেন ছয় তারের রুপালী (লিড) গিটার।

বর্তমানে মঞ্চ এবং রেকর্ডিং ষ্টুডিওর কাজ নিয়ে  ব্যস্ত  সময় পার করছেন চপল আহামেদ। ইউটিউবের জন্য গান তৈরিতেও তার গীটারে রেকর্ড হচ্ছে মিউজিক। দেশের আনাচে কানাচে চপল আহামেদের রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী।