ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

এবার কমছে পরিবহন ভাড়াও


নিউজ ডেস্ক
১৩:৩৩ - মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২
এবার কমছে পরিবহন ভাড়াও



গত সোমবার সবধরনের জ্বালানি তেলের মূল্য হ্রাসের ঘোষণা দেয়া হয়। দেশে জ্বালানি তেলের দাম কমানোর পর এবার বাসভাড়াও কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাড়া কত কমবে তা ঠিক করতে আগামীকাল বুধবার বিকেল ৫টায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুঃনির্ধারণে কমিটির বৈঠক হবে।

এই ব্যাপারে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, বাস মালিকদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আজ বৈঠক করা যায়নি। আগামীকাল বৈঠক হবে। আশা করছি ভাড়া কমবে। কত কমবে- এ প্রশ্নে আমিন উল্লাহ নুরী বলেন, বৈঠকে আলোচনায় তা ঠিক হবে।

এই ব্যাপারে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে কমেছে পাঁচ টাকা। তাই বাসভাড়াও কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবো।