ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

হুমায়ুন আহমেদের স্মরণে প্রগতির ‘হুমায়ুন পাঠচক্র’


নিউজ ডেস্ক
৬:০৪ - বুধবার, জুলাই ২০, ২০২২
হুমায়ুন আহমেদের স্মরণে প্রগতির ‘হুমায়ুন পাঠচক্র’

খাদিজা ইসলামঃঃ আজ ১৯শে জুলাই ছিলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর দশম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে নরসিংদী জেলার বাজনাবোতে ‘হুমায়ূন পাঠচক্র' এর আয়োজন করে প্রগতি শুভ সংঘ, বাজনাব।

লেখকের আত্মজীবনী “কিছু শৈশব” ও উপন্যাস “তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে” এর উপর মুক্ত আলাপ শেষে লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রগতির অফিস সম্পাদক সাদিকুর রহমান সায়েম।


সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রগতি শুভ সংঘ'র সভাপতি সাঈদ আবরার। 


এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজিজ, উপসম্পাদক মোস্তফা জামান ওয়াকিল, রিজন সরকার ও তরিকুল ইসলাম বিজয়সহ আরও ক'জন হুমায়ূন পাঠক। 


আয়োজন সম্পর্কে সভাপতি সাঈদ আবরার বলেন-  হুমায়ুন আহমেদের বই বাংলা সাহিত্যের নতুন পাঠক তৈরি করে। গ্রামের মেধাবী তরুণদের কাছে প্রিয় লেখককে পরিচিত করে তুলতে ছোট ছোট এই আয়োজনগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এমন সব আয়োজন নিয়মিত করে যাবো ইনশাআল্লাহ!