ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

করোনামুক্ত হওয়ার ২ বছর পরেও থাকতে পারে কিছু লক্ষণ


নিউজ ডেস্ক
৩:০৭ - শুক্রবার, মে ১৩, ২০২২
করোনামুক্ত হওয়ার ২ বছর পরেও থাকতে পারে কিছু লক্ষণ

করোনা সংক্রমণ বর্তমানে কিছুটা হ্রাস পেয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন। তবে বছর খানেক আগের ছবিটা এমন ছিল না। পরপর তিনবার করোনার ঢেউ পেরিয়ে এখন একটু হলেও কমেছে সংক্রমণ। তবে ল্যানসেটের গবেষণা বলছে, করোনা আক্রান্ত হওয়ার পরও প্রায় দু’বছর মতো রোগীদের মধ্যে করোনার লক্ষণ থেকে যেতে পারে।

চীনে আগে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে এ গবেষণাটি চালানো হয়েছিল। বিশেষ করে যারা লং কোভিডে ভুগছেন, তাদের মধ্যে করোনা পরবর্তী সময়েও বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে। এমনকি, করোনা টিকা নেওয়া থাকলেও এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে।

এর অন্যতম কারণ মূলত করোনা থেকে সেরে ওঠার পর সঠিকভাবে শরীরের যত্ন না নেওয়া। পুষ্টিকর খাবার না খাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন করা। এর ফলে বছর খানেক আগে করোনা মুক্ত হওয়া ব্যক্তিরাও ক্লান্তি, দুশ্চিন্তা, অনিদ্রার মতো উপসর্গে ভুগছেন।

গবেষণা বলছে, করোনা আক্রান্ত হওয়ার ছ’মাস পরে প্রায় ৬৮ শতাংশ করোনা আক্রান্তদের মধ্যে লং কোভিডের উপসর্গ দেখা দিয়েছে। সংক্রমিত হওয়ার দু’বছর পর করোনার বেশিরভাগ উপসর্গ অত সক্রিয় না থাকলেও কিছু কিছু লক্ষণ থেকে যাচ্ছে।

ক্লান্তি, দুশ্চিন্তা ছাড়াও গাঁটে ব্যথা, পেশির দুর্বলতা, মানসিক উদ্বেগ, গ্যাসের সমস্যা সেই তালিকায় পড়ে।