ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কটাক্ষের মুখে মীর


নিউজ ডেস্ক
৩:৩২ - মঙ্গলবার, মে ১০, ২০২২
কটাক্ষের মুখে মীর

নানা বিষয়েই রসিকতা করে থাকেন জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক মীর আফসার আলি। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে তারই বেশে হাজির এই সঞ্চালক অভিনেতা।

পরনে কালো আলখাল্লা, চোখে গোল মেটাল ফ্রেমের চশমা, লম্বা সাদা চুল আর সাদা দাঁড়িতে রবীন্দ্রনাথের বেশে হাজির হয়েছেন মীর। গত রোববার ৮ মে (বাংলা ২৫শে বৈশাখ) বিকেলে মীরের এমন ছবি দেখে হতবাক নেটিজেনরা।

শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। তার সঙ্গে জুড়েছেন রবীন্দ্রনাথের লেখা চারটি লাইনের প্যারোডি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম জনপ্রিয় কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেই কবিতার প্রথম দুটি পঙক্তি, ‘আজি এ প্রভাতে রবির কর/কেমনে পশিল প্রাণের পর’ নিয়েই প্যারোডি লিখেছেন, ‘আজি এ দিবসে রবির চড়/কেমনে বসিল গালের ওপর/জন্মদিনের কেক কাটিবেন মহান বিশ্বকবি/বিশ্বভারতীরও কাছে নাই রবির এমন ছবি...’।

মীরের রসিকতায় মজেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। কিন্তু অনেকেই আবার চটেছেন।

এক নেটিজেন লিখেছেন, ‘খুব কি দরকার ছিল আজ এটা করার?’ আরেকজন লিখেছেন, ‘আজ কি ফাজলামি করার দিন?’, ‘এই বেয়াদবি সহ্য করা যায় না’। সবমিলিয়ে নানা মন্তব্যে রবীন্দ্র জন্মজয়ন্তীতে ভাইরাল মীরের ছবি।