ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

কাঞ্চনজঙ্ঘায় আরোহণের সময় এক পর্বতারোহীর মৃত্যু


নিউজ ডেস্ক
৫:৫৯ - শুক্রবার, মে ৬, ২০২২
কাঞ্চনজঙ্ঘায় আরোহণের সময় এক পর্বতারোহীর মৃত্যু

মাউন্ট কাঞ্চনজঙ্ঘায় আরোহণের সময় এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মৃত ওই পর্বতারোহী একজন ভারতীয় নাগরিক। পর্বতে ওঠার সময় বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্থানীয় আয়োজকদের বরাত দিয়ে শুক্রবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শঙ্গ। এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। মূলত উচ্চতার দিক দিয়ে মাউন্ট অ্যাভারেস্ট এবং কে২ এর পরই রয়েছে কাঞ্চনজঙ্ঘার নাম।

পাসাং শেরপা জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা পর্বতে আরোহণের সময় ৫২ বছর বয়সী নারায়ণন আইয়ার অসুস্থ হয়ে পড়েন। তবে এরপরও তিনি নিচে নেমে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। শেরপার দাবি, আরোহণ গাইড বারবার পর্বতারোহীকে নামতে বললেও আইয়ার তার কথা মানতে অস্বীকার করেন।

তিনি আরও জানান, পর্বতের সর্বোচ্চ চূড়ায় ওঠা অন্যান্য পর্বতারোহীরা এখন ক্যাম্প চার থেকে বেস ক্যাম্পে নামছেন।

উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপালজুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৪ হাজার ১৬৯ ফুট। এছাড়া কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণও এই কাঞ্চনজঙ্ঘা।