ঢাকা শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

যেভাবে ক্রিকেটারদের সেরাটা বের করে আনে চেন্নাই, জানালেন ধোনি


নিউজ ডেস্ক
৩:৫৬ - শনিবার, মে ২৫, ২০২৪
যেভাবে ক্রিকেটারদের সেরাটা বের করে আনে চেন্নাই, জানালেন ধোনি

আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজ়ি চেন্নাই সুপার কিংস। রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। সব চেয়ে বেশি ১০ বার ফাইনালে ওঠার কৃতিত্বও তাদের ঝুলিতে। চেন্নাইয়ের এমন সাফল্যের এবার রহস্য জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'মনে করেন, আমাদের দলে দারুণ এক জন ক্রিকেটার আছে। সে হয়তো আমাদের দলের আবহের সঙ্গে পরিচিত নয়। অন্য পরিবেশ থেকে খেলতে এসেছে। আমরা প্রথমে তাকে দলের লক্ষ্য বুঝিয়ে দিই। সে এগিয়ে আসার আগে, আমরা তার দিকে তিন পা এগিয়ে যাই। তাকে মানিয়ে নিতে সাহায্য করি।'

ধোনি জানিয়েছেন, তারা কয়েকটি ধাপ অনুসরণ করেন একজন ক্রিকেটারকে দলের সঙ্গে মিশার সুযোগ দিতে। তিনি বলেছেন, 'দ্বিতীয়ত আমরা বলি, তুমি যেটা ভালো করতে পারো, সেটাই করবে। কিন্তু খেয়াল রাখতে হবে, তার জন্য অন্যদের যাতে সমস্যা না হয়। তৃতীয়ত আমরা নিজের মতো সময় কাটানোর সুযোগ দিই। অবসর সময় যাই করুক সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দিনের শেষে আমরা তার সেরা পারফরম্যান্সটা চাই দলের জন্য। আমাদের দল পরিচালকদের লক্ষ্যই থাকে প্রত্যেক ক্রিকেটারের সেরাটা বের করে আনা। কেউ দলের জন্য খুব ভালো প্রমাণিত হলে তাকে আমরা সম্পদে পরিণত করার চেষ্টা করি।'

'সেই ক্রিকেটারকেও এগিয়ে আসতে হবে। সে না চাইলে কিছুই সম্ভব নয়। কেউ না চাইতেই পারে। তেমন ক্ষেত্রে আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। এক জনের ভুল বা অসহযোগিতা দলের সকলের মধ্যে ছড়িয়ে যাক, তা কখনও চাইনি অধিনায়ক হিসেবে। সে যদি খুব বড় মাপের খেলোয়াড়ও হয়, তা হলেও আমরা তাকে দল থেকে ছেড়ে দেওয়ার পক্ষে। কারও জায়গা ফাঁকা পড়ে থাকে না। কেউ না কেউ ঠিক তার জায়গা নিয়ে নেবে। হতে পারে যে আসবে, সে চলে যাওয়া ক্রিকেটারের মতো বড় মাপের নয়। কিন্তু তার পারফরম্যান্স দলের উপকার করবে।'-যোগ করেন তিনি।