ঢাকা শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

সাতসকালে শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড়!


super admin
২১:৪৭ - রবিবার, মার্চ ২০, ২০২২
সাতসকালে শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড়!

শুক্রবারের সকাল। পশ্চিমবঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর একটি পোস্ট। ‘ভালোবাসার আঁচড়’ তার গায়ে। কে ভালবাসল এতটা? কেই বা দিল আঁচড়? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। একই সঙ্গে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ ধাঁচে লিখেও ‘আঁচড় দাতা’-র পরিচয়। শুধু কি পরিচয়? একই সঙ্গে ছবিও শেয়ার করলেন 

প্রশ্ন জাগছে, আঁচড়ের নেপথ্যে কে? সে হলো শ্রীলেখার পোষা প্রাণী আদরের। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, না কোনো পুরুষ মানুষের নয়। আমার অবলা সন্তানের আদর। যাতে তার ‘আঁচড়’ টক অব দা টাউন হয়ে না ওঠে তাই আগেভাগেই অভিনেত্রীর মন্তব্য, বলে দিলাম বাবা পাছে কেউ ভুল বোঝে।


শ্রীলেখার কাছে তার পোষা প্রাণীরা নেহাতই পোষা নয়, পরিবার। যেখানে তিনি থাকেন, পোষা প্রাণী পালনের কারণে বহুবার হেনস্থাও হতে হয়েছে তাকে।