ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

পুঁজিবাজারে আবারও দরপতন তবে বেড়েছে লেনদেন


super admin
১:৩০ - রবিবার, মার্চ ২০, ২০২২
পুঁজিবাজারে আবারও দরপতন তবে বেড়েছে লেনদেন

মঙ্গলবার (৩০ নভেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৯২ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৭০ পয়েন্ট কমেছে। এছাড়াও সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন। 

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৫১ পয়েন্ট।

এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ৪শ কোটি টাকার বেশি বেড়ে ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, জেনেক্স ইনফোসেস এবং ফরচুন সুজ লিমিটেড।


এ দিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৭০ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৫০ কোটি ২৮ লাখ ৬০ হাজার ৩৯৭ টাকা।