ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

বাসের পর এবার লঞ্চের ভাড়া কমলো


নিউজ ডেস্ক
১১:৩২ - বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২
বাসের পর এবার লঞ্চের ভাড়া কমলো



জ্বালানি তেলের দাম কমায় লঞ্চের ভাড়া কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

ভাড়া কমিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যাত্রীদের নৌযানে ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি ভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।