ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত


নিউজ ডেস্ক
১৪:০৭ - রবিবার, আগস্ট ২৮, ২০২২
পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

মহারণের দামামা বেজে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখি হয়ে গেছে এশিয়া কাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই দুই দল নিজেদের সবশেষ দ্বৈরথে নেমেছিল। ২০২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করেছিল ভারত। এরপর পাকিস্তান ১৫২ রানে ভারতকে রুখে দিয়ে ম্যাচটা জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। 

সেই ম্যাচ তো বটেই, সেই বিশ্বকাপেই দুবাইয়ের মাটিতে বাড়তি সুবিধা পেয়েছে পরে ব্যাট করা দল। সে ধারাটা এশিয়া কাপের শুরুর ম্যাচেও দেখা গেছে। শুরুতে ব্যাট করা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে আফগানিস্তান। 

সে ভাবনা থেকেই হয়তো, পাকিস্তানকে আজ শুরুতে ব্যাট করতে পাঠালেন রোহিত। যদিও টস জেতাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি না টসটা এতটা গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে এখানে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে একটা লক্ষ্য সামনে রেখে ব্যাট করাটাই ভালো হবে। উইকেটে ঘাস আছে, সেটা আমরা কাজে লাগাতে চাই।’

তবে বাবর আজম জানালেন, টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইতেন তিনি। তবে সেটা যেহেতু হাতে নেই তার, তাই নিয়তি মেনে নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক।


দুই দলের একাদশ-

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং


পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি