ঢাকা শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

Popular bangla online news portal

Janata Bank
Rupalibank

২ মাসে বার্সার আয় ৮৩৭৭ কোটি টাকা


নিউজ ডেস্ক
১৭:১৭ - শনিবার, আগস্ট ৬, ২০২২
২ মাসে বার্সার আয় ৮৩৭৭ কোটি টাকা

নিয়মের বেড়াজালে পড়ে লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা, ঘটনাটার বয়স ঠিক এক বছর হয়েছে গতকাল শুক্রবার। তবে এরপর বার্সা দলে ভিড়িয়েছে আরও দশ খেলোয়াড়। চলতি দলবদলে বার্সা প্রায় ১৪৪৫ কোটি টাকা খরচ করে কিনেছে রাফিনিয়া, জুলস কুন্দে, রবার্ট লেভান্ডভস্কিদের মতো খেলোয়াড়কে । 

এত টাকা আসছে কোত্থেকে? এমন একটা প্রশ্ন ঠিকই উঠে আসছে শেষ কিছু দিনে। তার জবাব না দিলেও ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, শেষ দুই মাসে আয়ের মাত্রাটা বেশ বেড়েছে ক্লাবটির। সব মিলিয়ে গত জুন-জুলাইয়ে বার্সা আয় করেছে প্রায় ৮৩৭৭ কোটি টাকা, জানালেন লাপোর্তা। যার ফলে গ্রীষ্মকালীন দলবদলে কেনা খেলোয়াড়দের নিবন্ধন, আর লা লিগার নিয়মও পূরণ করতে পারবে দলটি।

শেষ কিছু দিনে স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করেছে বার্সেলোনা। তবে এরপরও শোনা যাচ্ছে, বার্সেলোনা নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে পারবে না। কারণ লিগের নিয়ম মেনে আয়ের বিপরীতে ব্যয়ের সীমাটা এখনো বাড়েনি ক্লাবটির। এ বিষয়ে লাপোর্তা বলেন, ‘আমরা সব ধরনের নিয়ম মেনে নতুন খেলোয়াড়দের নিবন্ধনের জন্য কঠোর পরিশ্রম করেছি। আর যদি আমাদের আরও বেশি কিছুও করতে হয়, তাহলে আমরা তাও করব। আমরা কেবল অপেক্ষা করছি। এখন সিদ্ধান্তটা লা লিগা নেবে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা এমন এক কাজ, যেটা আমরা আগে থেকেই পরিকল্পনা করছিলাম। আর যদি এটা কাজে দেয়, তাহলে নিবন্ধনগুলো করা সম্ভব হবে, যদিও অনেকে অনেকভাবে দেখছেন বিষয়টা। শেষ দুই মাসে বার্সেলোনা ৮৬.৮ কোটি ইউরো (৮৩৭৭ কোটি টাকা) আয় করেছে (সম্ভাব্য চতুর্থ চুক্তি হিসেবে এনে), আমাদের ফান্ডে সমস্যা নেই, আমাদের একটা স্বাস্থ্যকর ব্যালেন্স শিট আছে, আয়ের বিবৃতিও। আমরা এই মৌসুমে লাভ করেছি বেশ। আমরা যা প্রয়োজন ছিল করেছি, আমরা আত্মবিশ্বাসী যে আমরা নতুন খেলোয়াড়দের দলে ভেড়াতে পারব।’

এ তো গেল আর্থিক বিষয়। ক্লাবের নতুন যুগ নিয়ে কী মত লাপোর্তার? সেটাও তিনি জানালেন, ‘আমরা দারুণ এক দলই বানাচ্ছি, আমরা চাপটাকে ভালোভাবে সামলেছি। এটা একটা ঐতিহাসিক দিন, আমরা কঠোর পরিশ্রম করতে থাকব।’

গতকাল লেভান্ডভস্কিকে ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিল বার্সা। সেখানে লাপোর্তা বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন। আমরা আজকের অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি। এটা এমন একটা দিন, যেখানে বার্সেলোনা সমর্থকরা ক্লাবটাকে আরও বেশি করে অনুভব করতে পারবেন।’