রাতুল আহমেদ বিশেষ প্রতিনিধি | জাতীয় | তারিখঃ মার্চ ২৩, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 46213 বার

CoV-19 মানুষের তৈরি ভাইরাস না হয়ে বরং বাদুড় থেকে মানুষের মধ্যে প্রাকৃতিক বিবর্তনের ফলে উদ্ভূত হতে পারে। এই ভাইরাসটির কারণে সর্বপ্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব ঘটে।
চীন থেকে বিশ্ব ছড়িয়েছে করনো ভাইরাস। করোনার জন্য সারা বিশ্ব আতঙ্কে রয়েছে। আর করোনার জন্য সারা বিশ্ব মৃত্যুর হার বেড়ে চলেছে।
পৃথিবী আজ মৃত্যু পুরী , সবাই যখন করোনার কাছে হার মানে, তখন আল্লাহ ব্যাতিত আর কোন সাহায্যের দোয়ার খোলা থাকে না। তখনি কিছু যুবক উদ্যোগ নেই, আল্লাহর রাস্তায় কি ভাবে, মানুষ কে ফেরানো যায়। সে পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলার, কাতলামারী এলাকায় গাছে, দোকানে আল্লাহ নাম এবং কিছু দোয়া ঝুলিয়ে রেখেছে। তারা মুসলমান দের, বোঝাতে চাচ্ছে, আল্লাহ্ তালা ছাড়া কেও রক্ষা করতে পারবে না।
তাই সবাই মিলে, নিজ নিজ ধর্ম পালন করি। সবার সৃষ্টি কর্তা কে ডাকি।
করোনা ভাইরাস সংক্রমণের তীব্র গতিতে বাড়তে পারে। তাই সবাই সবাইকে অনুরোধ করা যাচ্ছে এই মহামারি সংক্রান্ত রোগ থেকে নিজে সতর্ক রাখানে।